০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাগদান আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী

ঢাকা প্রতিনিধি
  • Update Time : ১২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সেরেছেন শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে। জেদনী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে তাদের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ ও তার স্ত্রী শ্যামলী।

জানা গেছে, পারিবারিকভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার মেয়ে।

অন্যদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সন্তান আবদুল হান্নান মাসউদ। ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম সমন্বয়কের ভূমিকা রাখেন তিনি। বর্তমানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগদান আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী

Update Time : ১২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সেরেছেন শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে। জেদনী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে তাদের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ ও তার স্ত্রী শ্যামলী।

জানা গেছে, পারিবারিকভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার মেয়ে।

অন্যদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সন্তান আবদুল হান্নান মাসউদ। ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম সমন্বয়কের ভূমিকা রাখেন তিনি। বর্তমানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।