বাঘাতে আড়ানী ডিগ্রি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন।
- Update Time : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ২১ Time View
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাঃ নাসরিন আক্তারের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে তাঁর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সারে ১১টার দিকে আড়ানী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ঘন্টাব্যপি মানববন্ধন ও অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়।পরে মানববন্ধনে অংশগ্রহন করা শতশত জনসাধারণ র্যালীতে পরিনত হয়ে আড়ানী বাজার প্রদক্ষিণ করে তালতলা মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী,জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন, নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন এবং কলেজের নির্বাচিত এডহক কমিটিকে বিভিন্নভাবে হয়রানি করছেন। এসব কারণে কলেজের শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাঁর আচরণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। তাঁকে দ্রুত অপসারণ করে কলেজে সুষ্ঠু শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার শতশত মানুষ।
এই মানববন্ধনের বিষয়ে আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাঃ নাসরিন আক্তার সাংবাদিক কে বলেন,তারা নিজেদের দূর্নীতি ঢাকতে আমার মানববন্ধন।আমিও চাই যে আসল রহস্য উন্মোচিত হোক,তাহলে সত্যটা বের হয়ে আসবে। রহস্য হল ভোট কেন্দ্র করে নির্বাচন করা।ভোটে অনেক দূর্নীতি করা হয়েছে।এবিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম কে জানিয়ে ছিলাম।
মানববন্ধন অনুষ্ঠিত সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজটির ভারপ্রাপ্ত সভাপতি শাম্মী আক্তার বলেন, কলেজে একটি মানববন্ধন হয়েছে আমি অবগত, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।











